সোনাপুর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ে আজ ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সোনাপুর উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের একটি পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে প্রায় দশ থেকে বারোটি গ্রামের শিক্ষার্থীরা পড়তে আসে। বর্তমানে বিদ্যালয়ে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।
শিক্ষার্থীদের অনুভূতি উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘প্রতি বছর এই বিদ্যালয়ে এমন উৎসব হয়। আমরা সবাই মিলিত হয়ে আনন্দ করি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমরা চাই, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বেশি হোক।’
শিক্ষকদের মতামত শিক্ষকরা জানান, ‘শিক্ষার্থীদের হাসিখুশি দেখে আমাদের খুব ভালো লাগে। এ ধরনের উৎসব তাদের মানসিক বিকাশে সহায়ক। আমরা চাই, প্রতি বছর আরও বড় পরিসরে এমন আয়োজন করা হোক।’
–প্রতিবেদক
–ON/SMA