কচুয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সেলিম মোর্শেদ ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৃথক অভিযানে কচুয়া বাজার থেকে ডিবি পুলিশ ও কচুয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
কচুয়া থানার ওসি (তদন্ত) মো. জিয়াউল হক জানান, ২০২২ সালের মার্চ মাসে রহিমানগর বাজারে বিএনপির প্রচারণায় বাধা দেওয়ার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মির্জা সেলিম মোর্শেদকে গ্রেফতার করা হয়। এছাড়া, মোখলেছুর রহমানকে দ্রুত অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
–মোঃ মাসুদ রানা, চাঁদপুরে
ON/SMA