সুনামগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ ১৬ হাজার ১৪০ টাকার ভারতীয় গরু, ফুসকা, সুপারি ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ২৮ বিজিবির নেতৃত্বে বিভিন্ন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকা থেকে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়।
এছাড়াও, মাছিমপুর, মাটিরাবন এবং চানপুর বিওপি কর্তৃক একই রাতে সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী, সোনাতলা, গিলাগড়া ও বারেকটিলা এলাকা থেকে মালিকবিহীন ফুসকা, সুপারি ও চিনি জব্দ করা হয়।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ ১৬ হাজার ১৪০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে এবং আটককৃত অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
–জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
–ON/SMA