কচুয়ায় কৃষকদের উদ্বুদ্ধ করতে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

চাঁদপুরের কচুয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের উদ্বুদ্ধ করতে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ১২টি স্টল স্থান পেয়েছে, যেখানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। মেলাটি আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কৃষকদের কৃষিকাজে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলায় কন্দাল ফসলের আওতায় আলু চাষ, সর্জন পদ্ধতিতে আবাদ, সরিষার ঘানিতে তেল উৎপাদনসহ বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা।
— মো. মাসুদ রানা, চাঁদপুর
–ON/SMA