নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারণায় জড়িত তিনজন গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় থাই গেম ও ভিসা প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা কেরানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছামিউল ইসলাম (১৯), মৃত নুর ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং লাল মিয়ার ছেলে সাব্বির ইসলাম।
সোমবার (গতকাল) দুপুরে সাইবার নিরাপত্তা আইনে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রণচণ্ডী দক্ষিণ সোনাকুড়ি এলাকায় কিছু ব্যক্তি থাই গেম ও ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে প্রতারণার প্রমাণ পাওয়ায় সাইবার নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে একই অভিযোগে সাহাবুল নামে আরও একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, ‘থাই গেম ও ভিসা প্রতারণার প্রমাণের ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
–রাকিবুল হাসান, নীলফামারী
–ON/SMA