নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখ করা হলে ভালো হয়) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
সমন্বয় সভায় জেলার সকল পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, কার্যকারিতা বৃদ্ধি এবং সহজীকরণ সংক্রান্ত বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
–মাইনউদ্দিন সরকার, নরসিংদী
ON/SMA