শ্রমিকদের মূল্যায়নের আহ্বান জানালেন মাওলানা খলিলুর রহমান

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, ‘শ্রমিক সমাজ দেশ গঠনে প্রধান ভূমিকা পালন করে। কিন্তু তারা ন্যায্য মূল্যায়ন থেকে বঞ্চিত। শ্রমিকদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর আঞ্চলিক শাখা অফিস চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির পর শ্রমিক জনতা আশা করেছিল নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে। তাদের দুঃখ-কষ্ট লাঘব হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশচুম্বি। সিন্ডিকেট এখনো বহাল রয়েছে, শুধু হাত বদলেছে। এভাবে একটি দেশ চলতে পারে না।’
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্ট বিপ্লবে দেশবাসীর পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, যা এটিকে সবচেয়ে শক্তিশালী সরকারে পরিণত করেছে। তাই জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিন, ফ্যাসিবাদের ভীত ভেঙে দিন। দেশের জনগণ আপনাদের সাথে থাকবে। রাষ্ট্র সংস্কার করে একটি সুন্দর নির্বাচন আয়োজন করা এখন সময়ের অনিবার্য দাবি।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। বিশেষ বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুদ সওদাগর।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা আলহাজ নূর মোহাম্মদ মিয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আ. রহিম আল মাহমুদ সুমন, ইসলামি যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, ইসলামি ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু রায়হান গিফারী, ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আ. আলিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নাজিবুল্লাহ, ইসলামি যুব আন্দোলন বালিয়াকান্দি উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলার সভাপতি মুফতি রইস উদ্দিন, মুজাহিদ কমিটির বালিয়াকান্দি উপজেলার সদর মাওলানা আশরাফুল ইসলামসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
ON/SMA