রাজাপুরে চাঁদার টাকা না দেওয়ায় রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে চাঁদার টাকা না দেওয়ায় আবুল বাশার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামে শুক্কুরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্দ্রপাশা এলাকার মো. পান্নু খানের ছেলে মো. নাজমুল হাসান (২৮) দীর্ঘদিন ধরে আবুল বাশারের কাছে চাঁদার টাকা দাবি করে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় বাশার শুক্কুরের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। দোকান থেকে বেরিয়ে মোবাইলে কথা বলার সময় মোটরসাইকেলযোগে সেখানে আসে নাজমুল। টাকা চাওয়ার পর বাশার দিতে অস্বীকৃতি জানালে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা বাশারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল বাশার ওই এলাকার মুক্তিযোদ্ধা মরহুম তানজের আলী চৌকিদারের ছেলে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল হালদার বলেন, ‘নিহতের ডান হাত, বাম কাঁধের পেছন, পেট ও বুকে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
–মো. মাহিন খান, ঝালকাঠি
ON/SMA