মানবিক উদ্যোগ: মৌলভীবাজার ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। আজ ১ ফেব্রুয়ারি (শনিবার) এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, রুমান আহমদ ও মুস্তাকিম আলী। এছাড়াও টাউন কামিল মাদ্রাসার সভাপতি কুতুব উদ্দিন বখতিয়ার এবং সেক্রেটারি শেখ মোহাম্মদ ইয়ামিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শীতার্তদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসার কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
-কামরান আলম, মৌলভীবাজার
ON/RMN