তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত

Friday, March 31, 2023

তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত

spot_img
Homeরাজনীতি১৮ মার্চ সব মহানগরে বিক্ষোভ করবে বিএনপি

১৮ মার্চ সব মহানগরে বিক্ষোভ করবে বিএনপি

- Advertisement -
Google search engine

আগামী ১৮ মার্চ শনিবার দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপি এ সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‌‌‘মন্ত্রীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে’ এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জামায়াত-জাতীয় পার্টিকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। ১৭৩ দিন হরতাল করেছিলেন। গান পাউডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলেন। অগ্নিসন্ত্রাস করেছেন। লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপনারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। জনগণ আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনে তারা জয়ী হবে।’

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

মানববন্ধনটি পরিচালনা করেন মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। দুপুর ১২টায় মানববন্ধনটি শেষ করা হয়।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

চালু হলো মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশন

রাজধানীর শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু করে মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া...

৫১ হাসপাতালে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ চালু

দেশের সরকারি হাসপাতালে ফি দিয়ে রোগীরা এখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে বৈকালিক সেবা পাবেন। প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার...

বাসন্তীর জালের মতো শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয় : প্রশ্ন তথ্যমন্ত্রীর

‘বাসন্তীকে জাল পরিয়ে বানোয়াট সংবাদ পরিবেশনের মতো একটি শিশুকে ১০ টাকা দিয়ে তার নাম ব্যবহার করে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়’...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর