রাজশাহীতে ছাত্র আন্দোলনের দুই নেতাকে হত্যার হুমকি

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে অনলাইনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হুমকি পাওয়া নেতারা হলেন সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব মো. হুমায়ুন কবির (জীম)। তাঁরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। এ ছাড়া জামিউল ইসলাম নামের রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি ‘জুলাই আন্দোলনে’ সক্রিয় ছিলেন।
মাঈন উদ্দীন বলেন, আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ফেক (ভুয়া) বলে মনে হচ্ছে। এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। তবে কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় আরও সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় তাঁরা আতঙ্কে আছেন। এ কারণে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। ওই আইডির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, এ ঘটনায় তাঁরা রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিয়েছেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, জিডিটি আদালতে পাঠানো হবে। আদালতের আদেশ অনুযায়ী তদন্ত করা হবে।
সুত্র: প্রথম আলো
ON/RMN