মাদারীপুরে এক দোকানির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মাদারীপুরে হাত-পা বাঁধা অবস্থায় এক দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে ডাসার উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম আজিজুল হাওলাদার (৬০)। তিনি ধামুসা গ্রামের মৃত আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। কাঁঠালতলা বাজারের তাঁর চায়ের দোকান আছে।
নিহতের স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘আমার স্বামীর রাতে বাসায় আসার কথা। সকালে শুনি তাঁর লাশ রাস্তায় পড়ে আছে। কেন আমার স্বামীকে হত্যা করা হলো? কী দোষ ছিল তাঁর। যারা আমার স্বামীর হত্যার জন্য দায়ী তাদের বিচার চাই।’
ডাসার এলাকার বাসিন্দা সৈয়দ রাকিব হাসান প্রথম আলোকে বলেন, চায়ের দোকানের পাশাপাশি তিনি মূলত সুদের ব্যবসা করতেন। তাঁর সঙ্গে সব সময় কমবেশি টাকা থাকত। তাঁকে ছিনতাইকারীরা ধরে মেরে ফেলতে পারে, আবার পূর্বের বিরোধ থেকেও হত্যা করতে পারে।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ থেকে এই হত্যাকাণ্ড। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সুত্র: প্রথম আলো
ON/RMN