নলছিটিতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, তিন লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের সুজাবাদ এলাকায় একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভাটাটির ড্রাম চিমনি ভেঙে ফেলা হয় এবং কাঁচা ইট বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে ‘মুন ব্রিকস’ নামের ইটভাটায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটভাটায় অবৈধভাবে কাঠ ব্যবহার ও নিষিদ্ধ ড্রাম চিমনি স্থাপনের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর অধীনে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান চলমান থাকবে।’
-মো. নাঈম হাসান ঈমন, নলছিটি
ON/MRF