বিশ্ব ইজতেমা ময়দানে ৪২ দেশের ৮৫০ বিদেশি মেহমান

আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ৪২ দেশের ৮৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদেশি মেহমানদের খিত্তায় দায়িত্ব প্রাপ্ত সরকারি গোয়েন্দা সংস্থা সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় ৪২ দেশের ৮৫০ জন বিদেশি মেহমান এসে পৌঁছেছেন।
গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশের ৭০১ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। আজ বিকেল ৩টা পর্যন্ত এই সংখ্যা ৮৫০ জনে দাঁড়িয়েছে।
৪২ দেশের মধ্যে দেশের মধ্যে আফগানিস্থান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ভারত, ওমান, সৌদিআরব, ইয়েমেন, কিরগিস্থান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, পাকিস্থান, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিশর, সিঙ্গাপুর, জর্ডান অন্যতম।
এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন।
বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।