‘আইজিপি-ডিএমপি কমিশনার পারলে আমরা কেন পাব না’

আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি, গত সরকারের সময় পুলিশে চাকরিচ্যুত অনেকেই চাকরি ফিরে পেয়েছেন। আইজিপি ও ডিএমপি কমিশনারকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতির পর তারা চাকরি ফিরে পেয়েছেন ও চাকরি করছেন। তাহলে আমরা কেন চাকরি ফেরত পাব না।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রবেশের আগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই দাবি তোলেন।
তারা বলেন, ‘আমাদের আশ্বাস দিয়ে এখন চাকরি ফিরিয়ে দিচ্ছে না। যারা আমাদের আশ্বাস দিয়েছিল তারা অন্যায় করেছেন এবং আইন ভঙ্গ করেছেন। বিগত সরকারের আমলে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা তো এখন ঠিকই চাকরি ফিরে পেয়েছেন ও চাকরি করছেন। বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার বাধ্যতামূলক অবসরে ছিলেন। কিন্তু পরবর্তিত প্রেক্ষাপটে আইজিপি ও ডিএমপি কমিশনার চাকরি করছেন। তাহলে আমরা কেন চাকরি করতে পারব না?
যারা সচিবালয়ে গেছেন তারা হলেন— সাইফুল, সাদ্দান, মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু। সচিবালয়ে ঢোকার আগে এই পাঁচজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সূত্রঃ সারাবাংলা
ON/SMA