ডোমারে স্বপ্নতরী লাইব্রেরির উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষামেলা উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলায় স্বপ্নতরী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নতরী লাইব্রেরির উদ্যোগে দুই দিনব্যাপী ‘জুলাই স্মৃতি শিক্ষামেলা-২০২৫’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন ১ নম্বর ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেয়াজুল ইসলাম।
মেলায় ডোমার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় দর্শনার্থীরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শিক্ষামেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের স্টলে ‘উন্নত নগর পরিকল্পনা’, ‘সূর্যের শক্তি ব্যবহার করে কারখানা পরিচালনা’, ‘হাসপাতাল ব্যবস্থাপনার উন্নয়ন ও রোগীদের সেবার মান বৃদ্ধির’ বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন নমুনা প্রদর্শনের মাধ্যমে তাদের চিন্তাধারা তুলে ধরেন।
এছাড়া শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, ছড়া পাঠ এবং ‘জুলাই বিপ্লবের স্মৃতিকথা’ পরিবেশন করেন। মেলার এক অংশে ‘জুলাই বিপ্লবের আন্দোলনে নিহত ও আহতদের’ ছবি ও চিত্রকল্প প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ শিক্ষামেলা আগামীকাল ৩১ জানুয়ারি শেষ হবে।
-রাকিবুল হাসান, নীলফামারী
ON/RMN