কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ উল্লেখ থাকলে ভালো হয়) বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আজিজ উল্যাহ মাস্টার এবং পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ও সমাজসেবক মো. মামুন মিয়াজী, হারিচাইল মাকসুদা ঘশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. হুমায়ুন কবির মিয়া, সমাজসেবক গোলাম সরোয়ার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হুসাইন জাকির, সমাজসেবক লিয়াকত আলী, বুরগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন, বিদ্যালয়ের শিক্ষক ফারজানা সুলতানা লিজাসহ শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, আগামী বছর আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে তরুণ সমাজসেবক মো. মামুন মিয়াজী আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
-মাসুদ রানা, কচুয়া
ON/RMN