রৌমারীতে ইয়াবাসহ রিকশাচালক আটক

কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৯ জানুয়ারি, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শাপলা চত্বর এলাকা থেকে রিকশাচালক সাইদুর রহমান (৪২) কে আটক করা হয়।
রৌমারী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তির দাবি, ইয়াবাগুলো তাকে একজন ব্যক্তি দিয়েছেন।
সাইদুর রহমান উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মো. আব্দুল সালামের ছেলে। পুলিশ জানিয়েছে, ইয়াবা কারবারের মূল হোতাকে ধরতে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
-মোঃ স্বাধীন মিয়া, রৌমারী, কুড়িগ্রাম
ON/RMN