রেলপথে অচলাবস্থা: যাত্রীদের জন্য বিকল্প বাস সেবা চালু

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের পূর্বে কেনা রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এই রুটগুলো থেকে ঢাকায় আসার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।
তিনি আরও জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকল্প এই বাস সেবা চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
রেলপথে এই অচলাবস্থার কারণ হিসেবে জানা গেছে, রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসন না হওয়ায় তারা কর্মবিরতিতে গেছেন। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর কোনো ট্রেন চালানো হয়নি। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা। তাদের কর্মবিরতির কারণে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
উল্লেখ্য, রেলওয়ের এই কর্মবিরতি দেশের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
-সংবাদদাতা: ON/SMA