জগন্নাথপুরে এনআইডি জালিয়াতি:দুই কর্মকর্তাকে গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০) এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ের এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে তদন্ত চালায়। তদন্তে এনআইডি সংক্রান্ত তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতির সঙ্গে ওই দুইজনের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া যায়।
পরে তদন্তকারী দল জগন্নাথপুর থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘ওই দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। তবে এখনো কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।’
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN