লালমনিরহাটে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, সুরঙ্গ খুঁড়ে পালানোর পরিকল্পনা

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যাংকের পিয়ন সুরঙ্গ খোঁড়ার শব্দ শুনে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুরঙ্গ দেখতে পান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থল ঘিরে ফেলে।
তদন্ত শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী। তবে ব্যাংক থেকে কোনো টাকা লুট হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনায় এলাকাবাসী ও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে এবং সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN