নোবিপ্রবিতে প্রথমবারের মতো ‘আল-কুরআন অলিম্পিয়াড’ আয়োজন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দাওয়াহ সার্কেলের উদ্যোগে প্রথমবারের মতো ‘আল-কুরআন অলিম্পিয়াড’ আয়োজন করা হচ্ছে। তরুণ-তরুণীদের কুরআনের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ইসলামিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
নোবিপ্রবি দাওয়াহ সার্কেলের ফেসবুক পেজে অলিম্পিয়াডের সিলেবাস প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকবে:
- আল-কুরআন সম্পর্কে প্রাথমিক জ্ঞান: কুরআনের পরিচয়, সংকলনের ইতিহাস, সূরাগুলোর প্রকারভেদ ও বৈশিষ্ট্য, ওহি-এর পরিচিতি ও নাজিলের ধরন।
- ইলমে তাজবিদ: মাখরাজ, মিম সাকিন, নুন সাকিন, তানবিন, ওয়াজিব গুন্নাহ ও হরফ।
- নির্ধারিত সূরাগুলোর আয়াত:
- সূরা মুদ্দাসির (১-৫)
- সূরা মুজাম্মিল (১-৮)
- সূরা তাওবাহ (১১১-১১২)
- সূরা মুমিনুন (১-১১)
- সূরা বাকারা (১৫২-১৫৭)
- সূরা নুর (২৭-৩১)
- আল-কুরআনের শেষের ১০ সূরা।
প্রতিযোগিতার জন্য প্রস্তাবিত রেফারেন্স বই হিসেবে মুফতী মুহাম্মাদ তাকী উসমানি রচিত ‘তাফসিরে তাওযীহুল কুরআন’ নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি অফলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে এবং ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অফলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
নোবিপ্রবি দাওয়াহ সার্কেলের এক দায়িত্বশীল বলেন, ‘সকল অংশগ্রহণকারীদের জন্য থাকবে হাদিয়া হিসেবে আল-কুরআন এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার।’
-মোহাম্মদ আকবর হৃদয়, নোয়াখালী
ON/RMN