‘ক্যান্সার যুদ্ধে জয়ী সাবিনা ইয়াসমীন: নতুন করে গান শুরু’

–সাবিনা ইয়াসমীন, ফাইল ফটো
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আবারও মঞ্চে গান গাইবেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। ক্যান্সার থেকে সেরে উঠার পর আগামী ৩১ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি ঢাকায় দুইটি অনুষ্ঠানে এবং পরবর্তী সময়ে চট্টগ্রামে তিনি মঞ্চ মাতাবেন।
শিল্পী জানিয়েছেন, ‘এক বছরের বেশিই হবে মঞ্চে গান করা হয়নি। এখন নিজেকে রেওয়াজ করে অনুষ্ঠানের জন্য প্রস্তুত করছি।’
২০০৭ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমীন। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি গান ও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার পুনরায় ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে তিনি আবারও সুস্থ হয়ে উঠেছেন।
এর আগে শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন এই জনপ্রিয় শিল্পী। এবারও দেশে ফিরে নতুন উদ্যমে গানে ফিরছেন।
সাবিনা ইয়াসমীন তার ভক্ত ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নতুন এই যাত্রার জন্য সবার দোয়া চেয়েছেন।
ON/SMA