৪২ বছরের সংগ্রামী জীবন: মনছুর আলীর গল্প

কচুয়া উপজেলার পালাখাল দক্ষিণ পাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী মনছুর আলী দীর্ঘ ৪২ বছর ধরে অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী মনছুর আলী প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও বর্তমানে হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করেন। উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত হুইল চেয়ারের সাহায্যে তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
মনছুর আলীর বয়স বর্তমানে ৪২ বছর। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে। স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি জীবনযাপন করছেন। দীর্ঘদিনের সংগ্রামে তিনি নিজেকে থামিয়ে রাখেননি। সমাজের বিভিন্ন অনুষ্ঠানে হুইল চেয়ারে উপস্থিত হন এবং নিজের দৈনন্দিন কাজ নিজেই সম্পন্ন করেন।
উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তিনি প্রতিবন্ধী ভাতা পান, যা তার জীবনের জন্য কিছুটা সহায়ক। তবে তিনি মনে করেন, জীবনে টিকে থাকার জন্য একটি ক্ষুদ্র ব্যবসা স্থাপন করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে তিনি সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
মনছুর আলী বলেন, ‘ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছু দাবিয়ে রাখতে পারে না। প্রথমে আমার চলাফেরা কষ্ট হলেও এখন তেমন একটা কষ্ট হয় না। হুইল চেয়ারের মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরতে পারি।’
সমাজের প্রতি সহানুভূতিশীলদের কাছে তার আবেদন, তাকে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করতে সহায়তা করা হোক।
-মাসুদ রানা, কচুয়া
ON/RMN