বাবুগঞ্জে নিখোঁজ কিশোর রাব্বির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামে নিখোঁজ কিশোর রাব্বির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে বাচ্চু হাওলাদারের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে মরদেহটি পাওয়া যায়।
নিহত রাব্বি (১৫) পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা এবং বাচ্চু হাওলাদারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমানের আপন ছোট ভাই।
পরিবারের দাবি অনুযায়ী, গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে রাত আনুমানিক ১২টার দিকে রাব্বি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এয়ারপোর্ট থানার ওসি জানিয়েছেন, ‘আজ ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাব্বির সহপাঠী, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/RMN