পত্নীতলায় জামায়াতের এমপি প্রার্থীর বিশাল গণসংযোগ ও পথসভা

নওগাঁর পত্নীতলায় শিহাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার বিকালে শিহাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন শিহাড়া ইউনিয়ন আমীর গুলজার আহমেদ ফেন্সি চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আলতাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুব জামায়াতের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মারুফ আহম্মেদ। উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মা: মো: আব্দুল মকিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মা: মো: হারুনুর রশিদ, এবং সহকারী সেক্রেটারি আখতার ফারুক।
সভায় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং বাজারের আশেপাশের এলাকার কয়েক শতাধিক জামায়াত সমর্থিত কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। জামায়াত জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।’
অনুষ্ঠানে দলীয় কর্মকাণ্ডের অগ্রগতি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করা হয়।
-আবু জাফর, নওগাঁ
ON/SMA