নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজে ৫৩ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এবার ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত রবিবার বিকেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কলেজটি থেকে এবার ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে চমক দেখিয়েছেন।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজটি থেকে ২৬২ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে শতভাগ পাস করেছে, যার মধ্যে ২৫৫ জন পেয়েছেন জিপিএ-৫। এর মধ্যে মেয়ে ৩৩ জন এবং ছেলে ২০ জন। কলেজটি থেকে প্রতি বছর শিক্ষার্থীরা মেডিকেল কলেজের পাশাপাশি রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ‘সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছে।’
তিনি আরও জানান, ‘মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। এ বছর এখন পর্যন্ত ৫৩ জন শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার খবর জানা গেছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে।’
প্রসঙ্গত, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে, যার মধ্যে সৈয়দপুরও ছিল। পরে ১৯৭৭ সালে এটি কলেজে উন্নীত হয়। কলেজটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
-মোঃ রাকিবুল হাসান, সৈয়দপুর
-ON/SMA