মাদারীপুরে ডিবি পুলিশের অভিযানে ১১০ বোতল ফেনসিডিলসহ আটক ১

মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের চোকদার ব্রিজ সংলগ্ন উত্তর ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ এনামুল দর্জি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (তারিখ উল্লেখ নেই) গোপন সংবাদের ভিত্তিতে দিনভর ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চোকদার ব্রিজ ও ঝিকরহাটি এলাকায় একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানে আটক এনামুল দর্জির বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক এবং ছিনতাইসহ মোট ৯টি মামলা রয়েছে।
এই চক্রের আরও তিন সদস্য পলাতক রয়েছেন। তারা হলেন মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার আয়নাল দর্জির ছেলে শফিক দর্জি (৩৫), নান্নু দর্জির ছেলে সুমন দর্জি (৩৫) এবং সেন্টু দর্জির ছেলে ইমরান দর্জি (২০)।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, ‘পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
-ইসমাইল খান হৃদয়, লালমনিরহাট
ON/RMN