শরীয়তপুরে টিউবওয়েল চোর-চক্রের উৎপাতে পৌরবাসী অতিষ্ঠ

শরীয়তপুর পৌরসভার অন্তর্ভুক্ত পাঁচটি গ্রামে গত এক মাসে সরকারি স্কুল, মাদ্রাসা, মসজিদসহ প্রায় এক শতাধিক বাড়িতে টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে হঠাৎ করেই পানির সংকটে পড়েছেন ভুক্তভোগীরা। চুরি ঠেকাতে অনেকেই টিউবওয়েল শিকল দিয়ে তালাবন্দী করে রাখছেন।
সরেজমিনে জানা গেছে, শরীয়তপুর পৌরসভার উত্তর পালং, বিলাশখান, দাসার্তা, কুঁড়াশী ও বাঘিয়া এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা চুরি ঠেকাতে অভিনব কৌশল ব্যবহার করছেন।
দাসার্তা গ্রামের আব্দুস সালাম মোল্লা, মো. ফরিদ মোল্লা, মো. আজাহার ফকির এবং মো. মিরাজ তালুকদারসহ একাধিক ব্যক্তি বলেন, ‘আমাদের গ্রামের সরকারি স্কুল ও মসজিদসহ প্রায় ৩০টি বাড়িতে টিউবওয়েল চুরি হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে আমরা পানির সংকটে পড়েছি। এখন অন্যের বাড়ি থেকে কষ্ট করে পানি আনতে হচ্ছে।’
উত্তর পালং গ্রামের মোস্তফা ছৈয়াল বলেন, ‘দিন দিন টিউবওয়েল চুরির ঘটনা বাড়ছে। এক রাতে আমাদের বাড়ি থেকে তিনটি টিউবওয়েল চুরি হয়েছে। আমার বাড়ির টিউবওয়েলের পানি আশপাশের প্রায় ২০টি পরিবার ব্যবহার করতেন। এখন তারা বিপাকে পড়েছেন।’
বাঘিয়া গ্রামের দিদার মোল্লা জানান, ‘কয়েক দিন আগে আমার বাড়ি থেকে টিউবওয়েলসহ লোহার আসবাবপত্র চুরি হয়েছে। আমার ধারণা, মাদকসেবীরা এই চুরির সঙ্গে জড়িত। নেশার টাকা জোগাড় করতে তারা এই কাজ করছে।’
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘টিউবওয়েল চুরির ঘটনায় গত ১২ জানুয়ারি উত্তর বিলাশখান গ্রামের মো. নয়ন খান, মো. কাজল চকিদার ও সজিব নামে তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। কাজল নামে এক আসামি আদালতে হাজিরা দিতে গেলে পুলিশ তার রিমান্ড চায়। আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তের মাধ্যমে চোরচক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘পালং মডেল থানার অধীনে ৬টি মোবাইল টিম রাতে পুলিশের টহল অব্যাহত রেখেছে।’
-জামাল হোসেন, নড়িয়া, শরীয়তপুর
ON/RMN