সীমান্তে বোতল ঝুলিয়ে মনিটরিং, দহগ্রামে টহল জোরদার করেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার দুই কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের ছয় দিন পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন করে খালি বোতল ঝুলিয়ে দিয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিএসএফের এই কার্যক্রম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, বিএসএফ ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে এবং সন্ধ্যার পর উচ্চমানসম্পন্ন লাইট ব্যবহার করে মনিটরিং চালাচ্ছে।
এর আগে, ১০ জানুয়ারি বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করেছিল, যা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন বলেন, ‘বোতল ঝুলানো নতুন কোনো স্থাপনা নয়। এটি প্রটেকশনের জন্য।’
সীমান্তের সাধারণ মানুষের মধ্যে এই কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/RMN