পেঁয়াজ ও রসুনের খেতে গাঁজার চাষ: চাষি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেচপাড়া গ্রামে ৩৭০টি গাঁজার গাছসহ মোঃ শাহিদুল মন্ডল (৩৬) নামে এক চাষিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পেঁয়াজ ও রসুন খেতে গাঁজার চাষের অভিযোগে তাকে আটক করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরিষা ইউনিয়নের বেচপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে চার শতাংশ জমি থেকে ৩৭০টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘গাঁজার গাছ চাষের অপরাধে চাষি শাহিদুল মন্ডলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই চাষি পেঁয়াজ ও রসুনের আড়ালে গাঁজার চাষ করছিলেন। বিষয়টি জানার পরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।
-আল আমিন হোসেন,পাংশা,রাজবাড়ী
ON/RMN