সুনামগঞ্জে উলামা মাশায়েখের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ঘুমন্ত মুসুল্লিদের হত্যার প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ উলামা মাশায়েখের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শায়খ মাওলানা আব্দুল বছির এবং সঞ্চালনায় ছিলেন রফিক আহমদ ও মুফতি আব্দুল হক আহমদী।
সমাবেশে বক্তব্য রাখেন শায়খ মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা কামরুজ্জামান, মাওলানা রুকুন উদ্দিন, এবং মাওলানা নুরুজ্জামান আলমগীর প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা সাদপন্থীদের কারণে মুসিবতে আছি। তাদের সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হোক। সরকারের সিদ্ধান্ত অমান্য করে তারা রাতের আঁধারে ঘুমন্ত মুসুল্লিদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে শহীদ করেছে এবং শতাধিককে আহত করেছে। এটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তারা আরও বলেন, ‘খুনিদের বিরুদ্ধে আগে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা খুন করে তারা তাবলীগের নাম ধারণ করতে পারে না। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় গিয়ে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
– জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ সংবাদদাতা
-ON/SMA