নওগাঁর পত্নীতলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় আমান্ত ফুটবল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশাদ আলী বিশ্বাস সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
সম্মেলনের সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আক্কাশ আলী। শিহাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান (জোহা)।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সমিনা পারভিন (পলি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহঃ সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও পত্নীতলা থানা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, সাবেক নির্মল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বায়োজিত রায়হান শাহীন, দিবর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, শিহাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: লুৎফর রহমান, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আরমান হোসেন বিদ্যুৎসহ ছাত্রদলের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় ৮১ সদস্য বিশিষ্ট শিহাড়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
-আবু জাফর, পত্নীতলা
ON/RMN