সুনামগঞ্জে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

জাতীয় নাগরিক কমিটি শনিবার (০৪ জানুয়ারি) সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করে।
এ সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ওসমান গনি, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সাংগঠনিক সম্পাদক প্রীতম দাশ, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা ইমন, ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলী, ফয়সল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন ওসমান গনি।
বক্তারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের জন্য সকল নাগরিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ধরে বৈষম্য, দমন-পীড়ন ও শোষণের শিকার। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সকল নাগরিকের অধিকার ও সুযোগ সমানভাবে নিশ্চিত করা হবে।’
সভায় বক্তারা আহত ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তাদের ত্যাগের কারণে আজকের আন্দোলন আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতেও তাদের অবদান অমূল্য থাকবে।’ তারা তরুণ নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানান, যাতে তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে একটি স্বাধীন ও সুবিচারের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN