আলোকিত সুনামগঞ্জ মেধাবৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ পৌরশহরে শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মো. শফিকুর রহমানের উপস্থিতিতে আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের আয়োজনকৃত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সুনামগঞ্জ পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৩ জন শিক্ষার্থীকে তাদের ট্যালেন্টপুল গ্রেড ও সাধারণ গ্রেডের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মোশারত, সুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠনের সভাপতি এনামুল হক, প্রফেসর শাহিনা চৌধুরী রুবি, সাংবাদিক খলিলুর রহমান এবং এসআই ইমতিয়াজ সরকার।
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয়ে প্রধান অতিথি আবু নোমান মো. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমরা প্রতিটি শিক্ষার্থীকে সমান সুযোগ প্রদান করতে চাই, যাতে তারা তাদের সেরা ক্ষমতা অর্জন করতে পারে। আমাদের লক্ষ্য শুধুমাত্র তাদের মেধা উন্মোচন করা নয়, বরং তাদের ভবিষ্যত গঠনের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করা।’
বক্তারা উল্লেখ করেন, মেধাবৃত্তি প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে সহায়ক। প্রফেসর শাহিনা চৌধুরী রুবি, সাংবাদিক খলিলুর রহমান এবং এসআই ইমতিয়াজ সরকার শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে তাদের উজ্জল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
গেলো ২১ ডিসেম্বর ২০২৩ সারা জেলার প্রাইমারি ও হাইস্কুলের ৫ম, ৭ম এবং ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানের শেষে, আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সদস্যরা উপস্থিত সকল অতিথি, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও বড় আকারে এই ধরনের কার্যক্রম পরিচালনার আশা ব্যক্ত করেন।
-জাকারিয়া আহমদ,সুনামগঞ্জ
ON/RMN