আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ

ঝালকাঠির নলছিটি শহরের মল্লিকপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমিতে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রবাসে থাকা আব্দুল হাকিম হাওলাদারের তিন ছেলে মোস্তাফিজুর রহমান লিটন, রুহুল আমিন ও রিয়াজুল ইসলামের নামে থাকা জমিতে প্রতিবেশী চার ভাই দুলাল, শামীম, নওশা ও হিরা ভবন নির্মাণ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম হাওলাদারের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক হন তাঁর তিন প্রবাসী ছেলে। তাঁদের সঙ্গে প্রতিবেশী দুলাল, শামীম, নওশা ও হিরার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রবাসে থাকার সুযোগ নিয়ে বিবাদীরা জোর করে ভবন নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে প্রবাসী রিয়াজুল ইসলামের স্ত্রী নাসরিন আক্তার ঝালকাঠির ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত নলছিটি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিরোধীয় জমি আব্দুল হাকিম হাওলাদারের ছেলেদের দখলেই রয়েছে। পরে আদালত বিবাদীদের ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং নির্দেশ দেন যে যার নিজস্ব জমি ভোগদখল করতে। কিন্তু নির্দেশ অমান্য করে দুলাল, শামীম, নওশা ও হিরা একই স্থানে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠে।
নাসরিন আক্তার জানান, আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নলছিটি থানা ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। তিনি বলেন, ‘সেনাবাহিনীর ভয় দেখিয়ে ভবনের কাছে যেতে পর্যন্ত দিচ্ছে না ওরা।’ এ অবস্থায় তিনি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষরা জানিয়েছেন, ‘তাঁদের জমিতেই তাঁরা ভবন নির্মাণ করছেন।’
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/RMN