রাজনগর উপজেলায় ব্যতিক্রমধর্মী ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আয়োজন

রাজনগর উপজেলার ২নং উত্তর ভাগ ইউনিয়নের চেলারছক ময়দান টিলায় আজ দুপুরে দ্বিতীয়বার মক্তব প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় গজল, কেরাত, আজান ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে অংশগ্রহণকারীদের প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সহ স্থানীয় মুরুব্বিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার আয়োজনে চেলারছক ময়দান টিলার সকল মুরুব্বি ও যুবকরা অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, ‘এরকম আয়োজন প্রতিটি মসজিদে মসজিদে করা উচিত, তাহলে ছোট্ট শিশুরা মসজিদ নিতে পারবে এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য প্রতিযোগিতা করবে। তাই আমাদের উচিত প্রতিটি মক্তবে এরকম প্রতিযোগিতার আয়োজন করা।’
-কামরান আলম, রাজনগর, মৌলভীবাজার
ON/RMN