শরীয়তপুরের জাজিরায় কৃষি জমি ধ্বংস করে চারকল কারখানা নির্মাণ

শরীয়তপুরের জাজিরায় সাখাওয়াত হোসেন মধু মাদবরের নেতৃত্বে কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে পাটখড়ি পোড়িয়ে ছাই তৈরির চারকল কারখানা নির্মাণ হচ্ছে। এই কারখানার উত্তর-পূর্ব দিকে চার ফসলি জমি এবং পশ্চিম-দক্ষিন দিকে আবাসিক এলাকা, পালেরচর ইউনিয়ন পরিষদ ও আব্দুল গণি উচ্চবিদ্যালয় যাওয়ার সড়ক অবস্থিত, যা প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, শিশু, কিশোর, বৃদ্ধ এবং বিভিন্ন পেশার হাজার হাজার মানুষের যাতায়াতের পথ।
স্থানীয় কৃষক ও এলাকা বাসিন্দারা অভিযোগ করেন, ছাই তৈরির কারখানার কালো ধোঁয়ার কারণে কৃষি জমিতে ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝড়ে পড়তে পারে। এছাড়াও, আবাসিক এলাকায় এই কারখানার নির্মাণ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। পাটখড়ি পোড়ে পরিবেশ দূষিত হলে এই এলাকার বাসযোগ্যতা হ্রাস পাবে বলে তারা ধারনা করেন।
পাটকাঠিকে ছাই বানিয়ে রপ্তানির পথ দেখান ওাং ফেই নামের চীনা নাগরিকের উদ্যোগে বাংলাদেশে এ ধরনের ছাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি বৃদ্ধি পেয়েছে। এর ফলে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াছিন আকনের কান্দি আবাসিক এলাকায় এই কারখানা গড়ে উঠছে।
চারকল কারখানা নির্মাণকারি সাখাওয়াত হোসেন মধু মাদবরে বলেন, “খারখানা নির্মাণের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করেছি এবং ২০২৫ সালের জানুয়ারী মাসের প্রথম দিকে কারখানা চালু করবো।”
শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফউদ্দিন মন্তব্য করেন, “বিষয়টি আমার জানা নেই। কারখানা নির্মাণের ব্যাপারে কেউ আমার কাছে আবেদন করেনি।”
-মোঃ জামাল হোসেন, নড়িয়া,শরীয়তপুর
ON/RMN