শেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন

শেরপুরে ২৫ ডিসেম্বর (বুধবার) খ্রিস্ট ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করেছেন। যিশুর জন্মোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর, নালিতাবাড়ীর বারোমারী ধর্মপল্লীসহ শ্রীবরদী ও সদর উপজেলায় ৪৬টি গির্জায় নানা আচার-অনুষ্ঠান এবং প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। বড়দিন ঘিরে গির্জাগুলো ফুল, রঙিন কাগজ, বেলুন ও আলো দিয়ে সাজানো হয়। বাড়ি-ঘরেও থাকে বাহারি পোশাক ও বিভিন্ন খাবারের আয়োজন।
বারোমারী খ্রিস্টধর্মপল্লীর ফাদার তরুণ বনোয়ারী বলেন, ‘গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই যিশুখ্রিস্টের জন্মোৎসব পর্বের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আর বুধবার সকাল ৯টায় পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠান পালিত হয়েছে। পরে উপস্থিত ভক্তদের নিয়ে কেক কাটাসহ তাদের নিয়ে আসা পিঠাপুলি সবার মাঝে বিতরণ করা হয়েছে।’
তিনি আরও জানান, পুরো জেলায় শান্তিপূর্ণভাবে বড়দিন পালিত হচ্ছে। পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ‘আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে খ্রিস্টধর্মাবলম্বীরা যাতে বড়দিন উদযাপন করতে পারে সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
-মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
ON/RMN