মৌলভীবাজারে ছাত্রশিবিরের বার্ষিক থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহরের উদ্যোগে ২৩ ডিসেম্বর বার্ষিক থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সতেরটি থানা শাখার দায়িত্বশীলদের উপস্থিতিতে সমাবেশটি মৌলভীবাজার শহরে আয়োজিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তারেক আজিজ (সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার শহর) এবং সঞ্চালনায় ছিলেন কাজী দাইয়ান আহমদ (সেক্রেটারি, ছাত্রশিবির মৌলভীবাজার শহর)। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী (সাবেক সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা ও বর্তমান আমির মৌলভীবাজার জেলা)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলম হোসাইন (সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা), জনাব দেওয়ান শিরাজুল ইসলাম মুতলিব (সাবেক আমির, মৌলভীবাজার জেলা), হারুনুর রশিদ (সাবেক সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা), ফখরুল ইসলাম (সাবেক সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার শহর), আব্দুল মুমিত (সাবেক সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার শহর), হাফিজ তাজুল ইসলাম (সাবেক সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার শহর) এবং মিছবাহ উল হাসান (সাবেক সভাপতি, ছাত্রশিবির মৌলভীবাজার শহর)।
সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সারা বছরের কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা। প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্বশীলদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
-কামরান আলম, মৌলভীবাজার
ON/RMN