বরগুনায় বরিশাল বিভাগীয় যাত্রা-উৎসব ২০২৪

বরগুনার বিসিক শিল্প নগরী মাঠে ৭ দিন ব্যাপী বরিশাল বিভাগীয় যাত্রা-উৎসব ২০২৪ আয়োজিত হচ্ছে, যেখানে দর্শকরা বিভিন্ন যাত্রাপালার প্রদর্শনী উপভোগ করবেন। ঐতিহ্যবাহী এই যাত্রা-পালা দেখতে মানুষের বিশাল ভিড় জমেছে মঞ্চে।
অভিনয় শিল্পীরা জানিয়েছেন, “অনেকদিন পরে মঞ্চে উঠে আনন্দিত বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ যাত্রাপালার শিল্পীরা। এ শিল্পকে টিকিয়ে রাখতে চাইছেন সরকারের সহযোগিতা।”
আয়োজক কর্তৃপক্ষ জানালেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাকে টিকিয়ে রাখতে পদক্ষেপ নেওয়ার কথা। এদিকে, প্রশাসন নিরাপদে যাত্রা প্রদর্শন ও প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তথ্যমতে, তিন দশক আগে দেশে পাঁচশোর বেশি যাত্রাদল থাকলেও নানা সংকটে সেই সংখ্যা কমে বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত যাত্রাদলের সংখ্যা ২০৫টি।
-সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
ON/RMN