নওগাঁর নজিপুর মাছের আড়ৎ-এ কমেছে পাইকারী বাজার মূল্য

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর মাছের আড়তে আজ মাছের পাইকারী মূল্য গত কয়েকদিনের তুলনায় কমে গেছে। বড় সিলভার কাপ মাছের মূল্য ২০০ থেকে ২২০ টাকা, বড় বিট কাপ মাছ ২০০ টাকা, মাঝারি সাইজের বিট কাপ ও সিলভার কাপ মাছ ১৭০ থেকে ১৮০ টাকা প্রতি কেজি, মাঝারি সাইজের বাটা মাছ ১৩০ থেকে ১৪০ টাকা প্রতি কেজি, রুই মাছ ২০০ থেকে ২২০ টাকা প্রতি কেজি, পাঙ্গাশ মাছ ১৪০ থেকে ১৬০ টাকা প্রতি কেজি ইত্যাদি রয়েছে।
নজিপুর মাছ বাজারের মৎস আড়ৎদার কনক মন্ডল জানান, ‘খুব বেশি শীতের কারণে ভোক্তার পর্যায়ে মাছের চাহিদা কমে গেছে। মাছের চাহিদা কম হওয়ার ফলে, সকল প্রকার মাছের বাজারে প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা করে কমে গেছে পাইকারী বাজারে।’
-আবু জাফর, পত্নীতলা
ON/RMN