রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৩ জানুয়ারি) বিকালে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর এমপির একান্ত সচিব মেজবাহ উদ্দীন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন তারা।
উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই মেয়াদে রাষ্ট্রপতি রয়েছেন। আগামী ২৩ এপ্রিল তার বর্তমান মেয়াদ শেষ হবে।