টাঙ্গাইলের সখীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কীর্তণখোলা গ্রামবাসীর উদ্যোগে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গ্রামের পল্টনপাড় এলাকায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম।
শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশে শত শত নারী ও পুরুষ ভিড় জমান।
এ প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিযোগীরা অংশ নেন। তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দাপট ও কদম, দ্বিতীয় দাপট ও কদম এবং তৃতীয় দাপট ও কদম।
প্রথম দাপটে প্রথম বিজয়ী সখীপুরের বহুরিয়া গ্রামের আবুল ড্রাইভার, প্রথম কদমে প্রথম বিজয়ী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের জুয়েল, দ্বিতীয় দাপটে প্রথম বিজয়ী বহুরিয়া গ্রামের সিয়াম, দ্বিতীয় কদমে প্রথম বিজয়ী গাজীপুরের স্কয়ার মাস্টার বাড়ির জাবেদ আলী, তৃতীয় দাপটে প্রথম বিজয়ী ঘাটাইলের মোন্তাজ আলী, এবং তৃতীয় কদমে প্রথম বিজয়ী হয়েছেন ছাতির বাজারের জয়নাল আবেদীন।
প্রিন্সিপাল আলীম মাহমুদের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ডা. জাকিয়া ইসলাম জোতি, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার, ইউনিয় পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক লুৎফর ভেন্ডার প্রমুখ।