রায়হান ইসলাম, রাজশাহী : রাজশাহীর চারঘাটে কৃষি জমি নষ্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগে তাফাজ উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলার রায়পুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন জানান, অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন কাজ চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই পুকুর খননকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।