বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। গতকাল মঙ্গলবার ই-মেইলে বিসিবিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। ডমিঙ্গোর বিদায়ের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
এর আগে রবিবার এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি ডমিঙ্গোকে বিদায়ের আভাস দিয়ে জানিয়েছেন, “আমরা কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছি না। আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। শর্ট টার্ম নয়, লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তিন-চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে।”