কাতার বিশ্বকাপ ফাইনালে রেফারিদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে অসংখ্য ফরাসি ভক্ত অসন্তুষ্ট। তাদের দাবি, কিছু অন্যায্য বিষয়ে ‘ভার’ হস্তক্ষেপ করেনি।
তারা জানিয়েছে, সেদিন রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল আর্জেন্টিনার পক্ষে পেনান্টি দেওয়া।
কারণ, ডি মারিয়া ফ্রান্সের ডেম্বেলের সঙ্গে কোনও সংযোগ ছাড়াই পড়ে গিয়েছিলেন।
মার্কা জানিয়েছে, আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত হলো, এমবাপ্পেকে ফাউল করা হলেও তা দেওয়া হয়নি। সেই বল টেনে নিয়ে আক্রমণে যায় আর্জেন্টিনা আর ফিনিশিংয়ে গিয়ে গোল করেন ডি মারিয়া।
রেফারির এসব বিতর্কিত সিদ্ধান্তের বিপরীতে ‘মেসওপিনিয়ন’ নামের একটি ফরাসি প্লাটফর্মে গণস্বাক্ষর করা হয়েছে। সেখানে বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখেরও বেশি মানুষ।
এ বিষয়ে মেসওপিনিয়নে ৮৫ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। ‘রেফারি খুবই সন্দেহজনক’ বা ‘রেফারি দুর্নীতিগ্রস্ত’- এর মতো মন্তব্যগুলো ছিল সবচেয়ে বেশি।