মমিনুল হকের হাফ-সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৫৭ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান তুলে চা-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। সাবেক অধিনায়ক মমিনুল ৬৫ রানে অপরাজিত আছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে আউট হন দু’জন।
দলীয় ৩৯ রানে জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয় পেসার জয়দেব উনাদকাটের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৪ রানে শান্ত এলবিডব্লিউর শিকার হন স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের।
৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলেন মমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বিতীয় সেশনের প্রথম বলেই পেসার উমেশ যাদবের বলে আউট হন ১৬ রান করা সাকিব।
সাকিবের বিদায়ের পর মমিনুলে সঙ্গে বড় জুটির ইঙ্গিত দিয়েও আউট হন মুশফিকুর রহিম ও লিটন দাস। চতুর্থ উইকেট মুশফিকের সঙ্গে ৪৮ ও পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে ৪২ রান তোলেন মমিনুল। মুশফিক ব্যক্তিগত ২৬ রানে উনাদকাট ও লিটন ২৫ রানে অশ্বিনের শিকার হন।
তবে অন্য প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মমিনুল। ষষ্ঠ উইকেটে মেহেদি হাসান মিরাজকে নিয়ে অবিচ্ছিন্ন ১২ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেন মমিনুল। মমিনুল ৬৫ ও মিরাজ ৪ রানে অপরাজিত আছেন। ভারতের উনাদকাট-অশ্বিন ২টি করে উইকেট নেন।