বাংলাদেশ বনাম ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুতরাং মিরপুর টেস্টে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। জাকির হাসানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। তাদের বিপক্ষে বোলিং শুরু করেন মোহম্মদ সিরাজ।
প্রথম ওভারের পঞ্চম বলে ৪ মেরে রানের খাতা খোলেন শান্ত। দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। প্রথম বলেই লেগ-সাইডে বড় শট নেওয়ার চেষ্টা করেন জাকির হাসান। বল হাওয়ায় ভেসে গেলেও মোহম্মদ সিরাজের হাত থেকে ক্যাচ পড়ে যায়। শূন্য রানে আউট হওয়ার বদলে সেই বলে ২ রান নিয়ে খাতা খোলেন জাকির। ২ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৭ রান তোলে।
দেখেশুনে খেলার চেষ্টা করলেও ১৫তম ওভারে ওপেনার জাকির হাসানকে হারায় স্বাগতিকরা। জয়দেব উনাদকাটের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাকির। তার সংগ্রহ ৩৪ বলে ১৫ রান। এরপর রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাজমুল হাসান শান্ত। তার সংগ্রহ ৫৭ বলে ২৪ রান। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৪২ রান।
পিচে ঘাস রয়েছে। তাই তিনজন পেসারকে মাঠে নামিয়েছে ভারত। তার পরও প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই সিরাজের পরে স্পিন আক্রমণ শুরু করে ভারত। চট্টগ্রামের প্রথম টেস্টে জয় তুলে নিয়ে ভারত দুই ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে। সুতরাং মিরপুরের দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে।
ভারত এখন টেস্ট সিরিজ জিতে ওয়ানডে সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া। তা ছাড়া দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লক্ষ্যে ভারতকে অনেকটা এগিয়ে দিতে পারে।
সে কারণেই মিরপুরের শেষ ম্যাচ থেকেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো ১২ পয়েন্ট তুলে নেওয়াই প্রধান লক্ষ্য ভারতের।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ : লোকেশ রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।