রায়হান ইসলাম, রাজশাহী: মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার বিকাল চারটার দিকে রাজশাহীর বানেশ্বরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। মাদকের কড়াল গ্রাস যেন কোন ভাবেই যুব সমাজকে ধ্বংস করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
উক্ত সমাবেশে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,
রাজশাহী -৫আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, সংসদ সদস্য আয়েন উদ্দিন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমূখ।